মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ‘সর্ব রোগের ডাক্তার’ শিরোনামে দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর প্রশাসনের মাঠপর্যায়ে অভিযান শুরু হয়েছে। গত ১৫ জুন প্রকাশিত ওই সংবাদের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে কথিত ভুয়া চিকিৎসককে আটক এবং ফার্মেসিকে মোটা অঙ্কের জরিমানা করেছে।
বুধবার (২ জুলাই) বিকেলে সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। দীর্ঘদিন ধরে ‘ডাক্তার’ পরিচয়ে প্রেসক্রিপশন দিয়ে প্রতারণার অভিযোগে আটক করা হয় গোলাপ নামের এক ব্যক্তিকে।
সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গোলাপকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার বাবা, ফার্মেসির মালিক লুৎফর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মানিকগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস, সাটুরিয়া উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, সাটুরিয়া থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দরগ্রাম বাজারে ‘ডাক্তার’ সাইনবোর্ড ব্যবহার করে রোগীদের ভুল চিকিৎসা দিচ্ছিলেন গোলাপ ও তার বাবা লুৎফর রহমান। রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
তারা আরও জানান, ভুয়া চিকিৎসার ফলে অনেকেই শারীরিকভাবে আরও খারাপ অবস্থায় পড়েছেন। প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :