সোনাগাজী সমিতি ঢাকা'র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাকির হোসেন সুমনকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন সংলগ্ন আকরাম টাওয়ারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় সকলের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটিটি ঘোষণা করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
সংগঠনের প্যাডে উল্লেখ রয়েছে, আহ্বায়ক কমিটির মধ্যে যারা সদস্য নির্বাচিত হলেন-ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, মোরশেদ আলম সেলিম, নেছার আহমদ, মমিনুল হক, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান ও মো. শাহজানুর রহমান।
এ ছাড়াও সভায় ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্ব পালন করার জন্য মো. নুর করিম, শাহাদাত হোসেন হেলাল ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য নুরুল আলমকে মনোনীত করা হয়।
এ ছাড়াও কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন-এডভোকেট শাহানা আক্তার শানু, হাবিবুর রহমান হাবিব, শামছুল আলম রানা ও খালেদ মাহমুদ মাসুদ।
সোনাগাজী সমিতি ঢাকা'র সদ্য নবনির্বাচিত আহ্বায়ক জাকির হোসেন সুমন জানান, ৫ আগস্টের পর স্বৈরাচারের দোসররা পালিয়ে যাওয়াতে সংগঠনের কার্যক্রম ভেঙে পড়ে। আশা করছি, সোনাগাজী সমিতির সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আবার সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। এবং সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সমিতির সার্বিক উন্নয়নে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়াও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সভায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সোনাগাজী সমিতি ঢাকা'র পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন