বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চল। এতে হাতিয়া উপজেলার প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে জোয়ার ও জলোচ্ছ্বাসের সময় এই বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায় বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলোচ্ছ্বাসে সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ অধিকাংশ এলাকা সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। একইসঙ্গে নলচিরা, চরইস্বর ও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদেও প্রবেশ করেছে জোয়ারের পানি।
উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চর এলাকাগুলোতেও পানি ঢুকে পড়েছে, ফলে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।
পাউবো নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট উচ্চ জোয়ারে হাতিয়ার তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল বেড়িবাঁধের কিছু অংশ, কিন্তু যথাসময়ে মেরামত না করায় এবার বড় ক্ষতির মুখে পড়েছে এলাকার জনগণ।
বাড়তে থাকা পানির চাপ এবং নিম্নচাপের প্রভাব অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকট দেখা দিতে পারে।