নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন বলে জানা গেছে।
বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে তারা ফিরছিলেন। এমন সময় পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের সাতজন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।