নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কারণ জানাতে পারেনি। বুধবার (২০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবার কোনো তথ্য দিতে পারেনি। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন