পঞ্চগড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক এক কিশোর ও এক তরুণকে সাত ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চান্দাপাড়া সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
দুই বাংলাদেশি হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর এলাকার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮) এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের এক কিশোর (১৪)।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ‘সম্প্রতি রিয়াদুল ইসলাম ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ওই আত্মীয়ের সঙ্গে ভারতীয় সীমান্ত এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে ছবি তোলার সময় অসাবধানতাবশত তারা ভারতীয় সীমানায় ঢুকে পড়েন।
এ সময় ভারতের ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বিএসএফ আটক দুই জনের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবিকে অবহিত করে।
বিষয়টি জানার পর পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের আহ্বান জানায়।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘ঘুরতে গিয়ে অজান্তে ওই দুই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেছিলেন। বিএসএফ তাদের আটক করলেও আমাদের অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।’
ফেরতপ্রাপ্তদের বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশের মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

 
                             
                                    -20250807034208.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন