মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:২০ পিএম

পঞ্চগড়ে পিস্তল, গুলিসহ ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ভারতীয় ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, ‘উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলীর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালানো হয়।’

অভিযানের সময় বাড়ির পূর্ব পাশে অবস্থিত খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় আব্দুল কুদ্দুসকে পাওয়া যায়নি; তিনি পলাতক ছিলেন।

পরিদর্শক মঈন উদ্দিন কবির আরও জানান, ‘দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুসকে হাতেনাতে ধরার জন্য সোর্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা অফিস ছদ্মবেশে তার বাড়ির আশেপাশে অবস্থান নেন। ওই এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।

স্থানীয়রা জানিয়েছেন, কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে, যাতে জেলার মাদক ও অস্ত্র চক্রকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়।

Link copied!