ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

তীব্র শীতের কবলে হিমালয়কন্যা পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৯:২৬ এএম
পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই জেঁকে বসেছে শীত। ছবি- সংগৃহীত

হিমালয়কন্যা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় কাবু এই অঞ্চলের জনজীবন। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের বেলায় সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই বেড়ে যায় শীতের অনুভূতি। রাতভর ঝরে কুয়াশা, যা ভোর পর্যন্ত টিকে থাকে।

গত এক সপ্তাহে জেলাটির তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে সোমবার রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জেলার সর্বত্র। স্থানীয়রা বলছেন, রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো পঞ্চগড় জেলা। যানবাহনগুলোকে চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। গত কয়েকদিন ধরে সকাল এবং বিকেলে শীত বেশ অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শীতের দাপট আরও বাড়তে পারে।