বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হলেও এর প্রভাবে উপকূলজুড়ে বইছে দমকা হাওয়া ও হচ্ছে টানা বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
নিম্নচাপটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এলাকায় জোয়ারের তীব্র তাণ্ডবে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জোয়ারের পানিতে সৈকতের অধিকাংশ অংশ প্লাবিত হয়। এই সময়েও কিছু পর্যটককে গোসলে নামতে দেখা যায়। সৈকতের আশপাশের দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্থানীয় টিম লিডার মো. সোলাইমান বিশ্বাস জানান, আমাদের উপজেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা রয়েছে। সিপিপির সব সদস্য প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীণ বাসিন্দা মো. শিরু মোল্লা বলেন, বর্তমানে সমুদ্রের যে আগ্রাসী রূপ এবং বাতাসের যে বেগ, তা আগের যেকোনো ঘূর্ণিঝড়কেও হার মানায়। চার দিন ধরে লাগামহীন বৃষ্টি, দমকা হাওয়া আর জোয়ারের পানিতে বহু যায়গায় ফসলের খেত, মাছের ঘের তলিয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূল অতিক্রমকারী নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে সাতক্ষীরায় অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে এখনো উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানান, নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন