পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া হাটের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ৫ সদস্যসহ এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে যৌথবাহিনী গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ ও সাইফুল ইসলামকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওই বিরোধের জেরে সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিপক্ষ মফিজুলকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা’ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।