পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগে রোগীদের বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করার সময় দুই নারী দালালকে আটক করেছে কর্তৃপক্ষ।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চিকিৎসকদের কক্ষের সামনে ঘোরাঘুরি ও রোগী প্রভাবিত করার অভিযোগে তাদের আটক করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালরা বারবার নিষেধ করা সত্ত্বেও বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ঢুকে রোগীদের প্রভাবিত করে। আগে তাদের সতর্ক করা হয়েছিল এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিও দেওয়া হয়। তবুও তারা একই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



