পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মো. জাকির হোসেন ওরফে নিজাম উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টিয়ারখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার জাকির হোসেন একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। তিনি এর আগেও একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন আগে জামিনে মুক্তি পান।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সকালে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি এয়ারগান ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :