পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট দুই নেতার কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে থাকা মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, সেগুলোর অবস্থান চট্টগ্রামে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
ঘটনার বিষয়ে জানা যায়, গত শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। চিঠিতে তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। প্রেরকের নাম হিসেবে উল্লেখ ছিল ‘মো. কবির মিয়া’, যার ঠিকানা দেওয়া হয় উপজেলার কামারকাঠী গ্রামে।
এর আগে, গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও অনুরূপ একটি হুমকিমূলক চিঠি পান। ওই চিঠির প্রেরক হিসেবে স্বরূপকাঠি পৌরসভার মো. জাহিদ সিকদারের নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। আমরা চিঠিতে উল্লেখ থাকা নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য থানায় জমা দিয়েছি।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন