ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ভালোবাসার টানে পূজা থেকে ইরা, ধর্মান্তর হয়ে বদলে গেল জীবন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:০৩ পিএম
অহিদুল ও ইরা। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রতি ভালোবাসার টান থেকেই পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটে একটি মানবিক ঘটনা। সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার গত সোমবার (১ ডিসেম্বর) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ। একই দিন তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, ইরা ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় এক বছর আগে। অহিদুল সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসায় পরিণত হয়। ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেন।

এই ঘটনার পর নন্দিপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে, ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম এসব বিষয়ে নিশ্চিত করে আজ শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, ‘আমাদের সম্পর্কটা এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে। তার পরিবার এখনো মানেনি, তবে আমরা আশা করি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার ইচ্ছা রাখি।’

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।