রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৩৫ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১টায় জেলে তারা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, জেলে তারা হালদার দলবল নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে শুক্রবার সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। দুপুর ১টার দিকে হঠাৎ তাদের জালে জোরে একটা ধাক্কা লাগে।
পরে জাল তুলে দেখে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে গিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২১ কেজি ৫০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলামে পাঙাশ মাছটি কিনে এনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করেছি।

 
                             
                                    -20250613210524.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন