রাজশাহীর তানোরে প্রেমের সম্পর্কের জেরে নিখোঁজ হওয়া চিত্তরঞ্জন পাল (২৭) নামের এক যুবককে জবাই করে হত্যার ২০ দিন পর তার বস্তাবন্দি ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সকাল ৭টার দিকে তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামে শিব নদীর কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
চিত্তরঞ্জন পাল কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামের শ্রী মনোরঞ্জন পালের ছেলে। তিনি নিখোঁজের ঘটনায় গত ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের স্বপন পালের মেয়ে কামনা রানী (২৫) এর সঙ্গে চিত্তরঞ্জনের প্রায় ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি উভয় পরিবার এবং গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর কিছুদিন পরেই চিত্তরঞ্জন নিখোঁজ হয়ে যায়।
ঘটনার দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন চিত্তরঞ্জন। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর থেকেই কামনা রানী এবং তার ভাই পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ শনিবার সকালে এলাকার মানুষ নদীর পানিতে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে থাকলে কচুরিপানার নিচে একটি বস্তা দেখতে পান এলাকাবাসী পরে তারা পুলিশে খবর দেন।
এ বিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবকের গলিত ও মাথাবিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রেমিকার বাবা-মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :