ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ভ্যানচালকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০১:০৩ পিএম
পুঠিয়া থানা। ছবি- সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে উপজেলার তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া (১০) ভ্যানযোগে নানা বাড়ি যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়। সামিয়া উপজেলার ছোট কান্দ্রা মন্ডলপাড়া গ্রামের সানোয়ার হোসেন ও জান্নাতী খাতুন দম্পতির মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামিয়া সন্ধ্যায় কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাহেব আলীর ভ্যানে করে নানা বাড়ি পার্শ্ববর্তী বিলপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে পালোপাড়া কবরস্থানের সামনে গেলে অভিযুক্ত ভ্যানচালক সুযোগ বুঝে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি ঘটায়।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী সামিয়াকে তার নানা বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। সামিয়া শ্লীলতাহানির কথা তার পরিবারকে জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ ব্যাপারে স্থানীয়রা সামিয়ার পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দিলে তার বাবা সানোয়ার হোসেন পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর বাবা সানোয়ার হোসেন জানান,‘ আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজটা করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে পুঠিয়া থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।