রাঙামাটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা নির্বাচন অফিস সংলগ্নস্থানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৬ মে) বিকেল ছাত্র-জনতার ব্যানারে একদল মানুষ ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন। এর আগে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিক্ষোভকারীরা।
ঘোষণা অনুযায়ী, বিকালে শহরের ভেদভেদী বাজার থেকে ছাত্র-জনতার ব্যানারে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু করা হয়। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।
প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে বিক্ষোভকারীরা শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করে বলে জানিয়েছেন তারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টি সার্চ কমিটির সদস্য ইমাম হোসাইন ইমু বলেন, সারা দেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই, কিন্তু আমাদের রাঙামাটিতে রয়ে গেছে। এই ভাস্কর্য অপসারণের জন্য আমরা দীর্ঘ ৯ মাস প্রশাসনকে অনুরোধ করেছি, কথা বলেছি। কিন্তু তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, গত ৩ দিন আগেও আমরা প্রশাসনকে এই ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু তাদের নির্লিপ্ততার কারণে আজ রাঙামাটির আপামর ছাত্র জনতা নিজেই এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছে।