রংপুরে ভুল চিকিৎসায় মোকহার জাহান জুঁই (১১) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় শহরের আরোগ্য হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু।
শিশুটির পরিবার জানায়, ৪ জুলাই রাতে অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য জুঁইকে আরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়। একই হাসপাতালে দুদিনের ব্যবধানে দুটি অপারেশন করা হয়, যার দ্বিতীয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি। অবস্থার অবনতি হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে ৮ জুলাই রাতে তার মৃত্যু হয়।
অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. মুজিব দাবি করেন, কিডনি বিকল হওয়ায় শিশুটি মারা গেছে, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।
অভিযানে আরোগ্য হাসপাতাল ও অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন। এ কারণে হাসপাতালটি সিলগালা করা হয়। একই অভিযানে সালমা ব্লাড ট্রান্সমিউটেশন সেন্টারে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. শাহিনা সুলতানা জানান, গত এক মাসে রংপুরে ভুল চিকিৎসায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। লাইসেন্স ও স্বাস্থ্যবিধি না মানা ক্লিনিকগুলোর বিরুদ্ধেই এসব অভিযোগ বেশি আসছে।
আপনার মতামত লিখুন :