সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শ্যামনগর পৌরসদরের নকিপুর এইচসি পাইলট বিদ্যালয় চত্বরে এ সংঘর্ষ ঘটে।
এ সময় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী, বিএনপি কর্মী আনোয়ার-উস-শাহাদাত মিঠু এবং বাবু নামের একজন আহত হন। পৌরসদরের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলের ভোট গ্রহণ চলছিল। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা থেকে ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। একপর্যায়ে ৮ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় শতাধিক জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে একটি পক্ষ ভোট গ্রহণ স্থগিতের দাবি জানায়।
এ সময় প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহী মুন্নার অনুসারীরা সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর ওপর হামলে পড়ে।
তাকে রক্ষা করতে গিয়ে আনোয়ার-উস-শাহাদাত মিঠু ও বাবুও হামলার শিকার হন। সংঘর্ষের সময় প্লাস্টিকের পাইপ দিয়ে আঘাত করে মিঠুর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি রাস্তার মাঝে পড়ে গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, ‘মিঠুর মাথায় গুরুতর জখম হয়েছে, একাধিক সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ বিষয়ে শেখ লিয়াকত আলী বলেন, ‘জাল ডেলিগেট করে ভোট গ্রহণের প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন