ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:২৪ পিএম
হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর থানার ঘোষালপুর গ্রামের মো. হচেন গাজীর ছেলে মো. মাহফুজ গাজী (২৯), রাঙামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের মো. সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬) ও মো. ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হোসাইন (১৬)।

বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭) ও তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪), সোলান কান্তি দেবের মেয়ে লক্ষ্মী দেব (৮) এবং সোলান কান্তি দেবের মেয়ে হরি প্রেম (৬)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।