শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ জন মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সভা সমাবেশ ও শোভাযাত্রা করছেন সম্ভাব্য প্রার্থীরা।
দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি একাংশ নেতাকর্মী নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং নকলা-নালিতাবাড়ীতে সভা করেছেন।
জেলা আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা এই আসনে মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। গত ১২ জুলাই নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দিয়েছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরও রয়েছেন জাপান প্রবাসী দুলাল চৌধুরী, যাকে স্থানীয় বিএনপির একটি অংশ সমর্থন দিয়েছে। তিনি কয়েকটি সভা করেছে ৷ বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খানকে সমর্থন দিয়েছেন নালিতাবাড়ী বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন ও তার অনুসারীরা। ইলিয়াস খান ইতোমধ্যে নকলা ও নালিতাবাড়ীতে সভা-সমাবেশ করেছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশী। তরুণ এই নেতা এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ক্রীড়াঙ্গণের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে তাকে বেশি দেখা যাচ্ছে।
এছাড়া নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোকলেছুর রহমান রিপন মনোনয়ন প্রত্যাশী। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বিএনপি একটি বড় দল। এখানে মনোনয়ন চাওয়ার প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। তবে যখন দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত হবে, তখন সবাই এক হয়ে দলীয় প্রার্থীর বিজয়ের জন্য কাজ করবেন।