শেরপুরের নকলায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে কনের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ পাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
আদালত সূত্রে জানা গেছে, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও বাল্যবিবাহ আয়োজনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭(১) ধারায় কনের পরিবারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, সেই মর্মে কনের বাবার মুচলেকা নেওয়া হয়েছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সাদিয়া আফরিন এ্যানি জানান, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। তাই উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন।
উপজেলার কোথাও বাল্যবিবাহ আয়োজন করা হলে, প্রয়োজনে কনের অভিভাবক, বর ও আয়োজকসহ নিকাহ রেজিস্ট্রারকেও আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ এপ্রিল নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।


