সিরাজগঞ্জের কাজিপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নুরে আলম।
নিহতরা হলেন- আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র মো. জীবন (২০) এবং উপজেলার মেঘাই গ্রামের মোক্তার হোসেনের ছেলে সোহেল রানা (৪২)।
গুরুতর আহত অবস্থায় আলমপুর এলাকার রেজাউল করিমকে (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজিপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম বলেন, কলেজ ছাত্র জীবন প্রাইভেটে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়।
স্থানীয়রা সোহলে রানা ও রেজাউলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।
আপনার মতামত লিখুন :