সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবককে মারধর ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো.জাহিদুল ইসলাম (১৯)।
আসামিরা হলেন- বালসাবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন দুলালের ছেলে মো.রুবেল হোসেন, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এসআই মো.আব্দুল হালিম, এএসআই মো.আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. মেজবাহ আলী।
মামলার বিবরণে জানা যায়, ৯ আগস্ট রাতে রুবেল মোটরসাইকেল নিয়ে জাহিদুলের বাড়ির সামনে আসেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলটি হারিয়ে গেলে রুবেল অভিযোগ করেন, জাহিদুল বা তার লোকজন তা সরিয়ে নিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন রুবেল থানায় অভিযোগ করেন।
বাদীর অভিযোগ, ১০ আগস্ট রাতে রুবেল তিন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে মোটরসাইকেল ফেরত দেওয়ার পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধরও করা হয়।
প্রধান আসামি রুবেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জাহিদুল আমার বন্ধু হলেও কৌশলে আমার মোটরসাইকেল চুরি করেছে। চাঁদা দাবির কথা সম্পূর্ণ মিথ্যা।’
এসআই আব্দুল হালিম বলেন, ‘রুবেলের হারানো মোটরসাইকেল উদ্ধারের জন্য অভিযোগের প্রেক্ষিতে রাতে জাহিদুলের বাড়িতে আমরা গিয়েছিলাম। জাহিদুল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন