সিরাজগঞ্জের কাজিপুরে কৃষক সবুর মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বরশিভাঙা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি কাজিপুর থানার ওসি নূরে আলম নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত ১নং আসামি কাজিপুর উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের বরশিভাঙা গ্রামের মৃত আফজালের ছেলে ফরহাদ হোসেন (৫৫) এবং ২নং আসামি মো. আলম (৪০)। ফরহাদ হোসেন বরশিভাঙা বিবিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আলম একজন গার্মেন্ট শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বরশিভাঙা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেনকে সকাল ১০টার দিকে প্রতিবেশী মান্নানের বাড়ির চৌকির নিচ থেকে এবং মো. আলমকে সকাল সাড়ে ৮টার দিকে বোনের বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সকালে জমিতে কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সবুর মিয়া আর ফিরে আসেননি। পরদিন শনিবার সন্ধ্যায় ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও প্রভাবশালী একটি চক্র ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিল।
কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, চলতি বছরের ৯ আগস্ট উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকায় একটি ধানখেতের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সবুর মিয়া বরশিভাঙা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে।