সিরাজগঞ্জের যমুনা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের একটি বিশাল ডাইং মাছ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে মাছটি ধরার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নদীপাড়ে স্থানীয়রা ভিড় করেন বিরল প্রজাতির এই বড় আকৃতির মাছটি এক নজর দেখার জন্য।
জেলেরা জানান, ভোরবেলা যমুনার মধ্য চরে টানা জাল ফেললে আচমকাই ভার অনুভূত হয়। জাল ওপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির ডাইং মাছ। দীর্ঘ সময় চেষ্টার পর মাছটি নিরাপদে তীরে তোলা সম্ভব হয়।
মাছটি বর্তমানে সিরাজগঞ্জ বড় বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। বাজারে এর মূল্য ধরা হয়েছে ৭৬ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম প্রায় ২৮০০ টাকা। বড় আকৃতির মাছ হওয়ায় অনেক পাইকার আগ্রহ দেখালেও বিক্রেতা জানাচ্ছেন-উচ্চ গুণগতমান ও প্রাপ্যতার কারণে মাছটির দাম তুলনামূলক বেশি।
স্থানীয়রা বলছেন, যমুনা নদীতে এখন আগের মতো বড় ডাইং মাছ আর পাওয়া যায় না। তাই এ ধরনের একটি মাছ ধরা পড়া নদীবেষ্টিত এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।
মাছটি দেখতে ভিড় করা এক দর্শনার্থী বলেন, এতো বড় ডাইং অনেক দিন দেখিনি। যমুনাতে এখন ভালো মাছ খুব কম পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন