আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব, নাজমুল হাসান কাসেমী, বদরুল আলম প্রমুখ নেতারা।
দলটির সূত্রে জানা গেছে, সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ (নগর ও সদর) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে বাকি ৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
তারা হলেন- সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর): হোসাইন আহমদ, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ): নজরুল ইসলাম, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর): মুহাম্মদ আলী, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ): উবায়দুল্লাহ ফারুক (দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি), সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ): ফখরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলার সবকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর): তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা): শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ): হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর): মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার): নুরুল হক।
মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ঘোষিত প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী): বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর): জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ): শেখ নূরে আলম হামিদী।
হবিগঞ্জ জেলার চারটি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তারা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল): সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং): এখলাছুর রহমান, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ): মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর): নুরুজ্জামান আসাদী।
সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি দুই আসনে প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।