ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

‘সিলেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে’

সিলেট ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এতে সিলেটের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের উল্লেখযোগ্য সাড়া দেখা গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি জল্লারপাড় রোডের রাজা ম্যানশন, গ্যালারিয়া ও এলিগ্যান্ট শপিং মলসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। এসময় ব্যবসায়ীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। দোকান–দোকান গণসংযোগকালে ব্যবসায়ী ও কর্মচারীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

ব্যবসায়ীরা বলেন, কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। এ কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সিলেট-১ আসনে যোগ্য প্রার্থী হিসেবে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন, ‘শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। অতীতের সরকার সিলেটের ব্যবসায়ীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্প ও বাণিজ্যের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবারের নির্বাচনকে তিনি ‘ভোটের উৎসব’ হিসেবে উল্লেখ করে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।’ 

ধানের শীষকে উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি দাবি করেন, অতীতে ধানের শীষের বিজয়ে সারা দেশেই সার্বিক উন্নয়ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, এলিগ্যান্ট শপিং মলের স্বত্বাধিকারী আব্দুল মুনিম শিপু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জিডি রুমু, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. জামিল আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিকেলে খন্দকার মুক্তাদির লাক্কাতুরা গলফ ক্লাবে চা–বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে রাতে তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন। এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।