ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, শাশুড়ি ও মেয়ে আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১০:৫৬ এএম
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ির এক নারী যাত্রী নিহত হন। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ির এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন—তারা নিহত নারীর শাশুড়ি ও মেয়ে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আশা আক্তার (২৫)। তিনি সদর উপজেলার পারপুগী গ্রামের আবু সাঈদের স্ত্রী। 

আহতরা হলেন—আশার শাশুড়ি জুলেখা বেগম (৬৫) এবং মেয়ে রোজিনা আক্তার (৩৫)। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ এলাকার মেসার্স আঁখি হাস্কিং মিলের সামনে মালবোঝাই একটি নসিমন গাড়ি বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৯টার দিকে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবোঝাই একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। 

এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে চিকিৎসক আশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ট্রাকের ধাক্কায় নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা নসিমন গাড়িটিও উল্টে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান বলেন, ‘দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’