ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:৪৭ পিএম
প্রধান শিক্ষক মোহাম্মদ আলম। ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম এবং স্থানীয় এক ভাঙ্গারি দোকান মালিক মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, বিকেলে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তাদের আটক করেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ বাদী হয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, ভাঙ্গারি দোকানি মানিক এবং সহকারী শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে আব্দুস সালাম পলাতক রয়েছেন।

আটকের সময় প্রধান শিক্ষক মোহাম্মদ আলম দাবি করেন, ‘বুধবার হঠাৎ করে স্কুলের স্টোর রুমে সাপ দেখা দেওয়ায় পরিষ্কার করা হয়। আমাকে না জানিয়েই সহকারী শিক্ষক আব্দুস সালাম বইগুলো বিক্রি করেছেন।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে সরবরাহ করা বিনামূল্যের পাঠ্যবই বিক্রি করা চরম অন্যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ‘সরকারি বই বিক্রির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘সরকারি বই বিক্রির খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’