ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১১:০৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কালের বিবর্তনে বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী হাডুডু প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া এ খেলাটি দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন উৎসুক দর্শনার্থীরা। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা বালক স্কুল বড় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ রানা।

গ্রামীণ খেলাধুলার প্রচার-প্রসার ও ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট আটটি দল—ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, পীরগঞ্জ পৌরসভা, রানীশংকৈল উপজেলা, রানীশংকৈল পৌরসভা, হরিপুর উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলা।

আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল খেলা। হারিয়ে যাওয়া হাডুডুর ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।