ঢাকা: ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
ডিএসইকে কোম্পানির কর্তৃপক্ষ জানায়, সর্বমেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের বছরে অর্থাৎ ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ৬ টাকা ৪২ পয়সা।
আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।