ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ব্যাংকের পর্ষদে ভিন্নমত লিখিতভাবে দেওয়ার নির্দেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:০৯ পিএম
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি- সংগৃহীত

পরিচালনা পর্ষদ বা সহায়ক কমিটির সভায় কোনো পরিচালক ভিন্নমত পোষণ করলে তা আর গোপন রাখা যাবে না। ‘নোট অব ডিসেন্ট’-সহ যেকোনো মতানৈক্য, পর্যবেক্ষণ কিংবা সুপারিশ সভার কার্যবিবরণীতে বিস্তারিতভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) নতুন এক নির্দেশনা দিয়ে এ বাধ্যবাধকতা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা বাড়ানো ও পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কমিটির সভায় মতপার্থক্য বা ভিন্নমত উপেক্ষা করা হয় বা কার্যবিবরণীতে তা অন্তর্ভুক্ত করা হয় না। এতে পরিচালকদের সক্রিয় অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।

এ অবস্থায় ব্যাংকগুলোর জন্য নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:

  • পরিচালকদের মধ্যে কোনো আলোচনায় মতপার্থক্য বা ভিন্নমত থাকলে তা স্পষ্টভাবে কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে।
  • সভায় আলোচনা হওয়া সব পর্যবেক্ষণ ও সুপারিশ অন্তর্ভুক্ত করতে হবে।
  • কোনো পরিচালক ‘নোট অব ডিসেন্ট’ দিলে তা বিস্তারিতভাবে কার্যবিবরণীতে উল্লেখ করতে হবে।
  • সভায় বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক উপস্থিত থাকলে, তার মন্তব্য বা পর্যবেক্ষণও লিপিবদ্ধ করতে হবে।
  • বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ ব্যাংক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়াবে।