ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, মিলবে যেসব পণ্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:৩০ এএম
ছবি- সংগৃহীত

নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ছাড়াও এবার থেকে সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কিনতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার (১০ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হয়েছে।

ঢাকা ও অন্যান্য জেলায় ট্রাকের সংখ্যা, ঢাকা মহানগরী: ৬০টি ভ্রাম্যমাণ ট্রাক, চট্টগ্রাম মহানগরী: ২৫টি ট্রাক, গাজীপুর: ৬টি ট্রাক, কুমিল্লা মহানগরী: ৩টি ট্রাক,  ঢাকা জেলা: ৮টি ট্রাক, কুমিল্লা জেলা: ১২টি ট্রাক, ফরিদপুর: ৪টি ট্রাক, পটুয়াখালী: ৫টি ট্রাক ও বাগেরহাট: ৫টি ট্রাক।

ঢাকা মহানগরীতে কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, শুধু শুক্রবার বন্ধ থাকবে। অন্য জেলাগুলোতে বিক্রি হবে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ব্যতীত)।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৫০০ জন ভোক্তা নির্ধারিত পরিমাণে পণ্য কিনতে পারবেন।

একজন ভোক্তা কিনতে পারবেন, ভোজ্যতেল: ২ লিটার, চিনি: ১ কেজি, মসুর ডাল: ২ কেজি।

পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, প্রতি লিটার ভোজ্যতেল: ১১৫ টাকা, প্রতি কেজি চিনি: ৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল: ৭০ টাকা, সব মিলিয়ে একজন ভোক্তা ৪৫০ টাকায় এই তিনটি পণ্য কিনতে পারবেন।