বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৫৬ এএম

স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৫৬ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস ঘোষিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন, কারিগরি মান ও নকশার জটিলতা অনুসারে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১,৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতনী পদ্ধতির ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ২৫ জুলাই থেকে।

বিশেষজ্ঞদের মতে, ডলার সংকট, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার চাপ মিলিয়ে দেশের বাজারে বারবার স্বর্ণের দাম ওঠানামা করছে। এতে ক্রেতাদের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীরাও অনিশ্চয়তার মুখে পড়ছেন।
 

Link copied!