রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:৫৯ পিএম

১ হাজার বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে সফল হলো দারাজ সেলার সামিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি তার ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সেলার সামিট ২০২৫’ সফলভাবে আয়োজন করেছে।

রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে এক হাজারেরও বেশি বিক্রেতা অংশীদার, শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও শিল্পের অগ্রগণ্য ব্যক্তিবর্গ একত্রিত হন।

‘হ্যাপি সেলিং’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়। একইসাথে ডিজিটাল মার্কেটপ্লেসকে আরও শক্তিশালী করতে দারাজের ভবিষ্যৎ উদ্ভাবনী পরিকল্পনাও উন্মোচন করা হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল দারাজের নতুন ঘোষণা। বর্তমানে ২০০টিরও বেশি শীর্ষস্থানীয় স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কাজ করছে দারাজ, এবং শিগগিরই এই সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং-এ বৈপ্লবিক পরিবর্তন আনতে একটি ‘ওয়ান-স্টপ সলিউশন’ তৈরির ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোকে এক হাজারেরও বেশি ইনফ্লুয়েন্সার ও অ্যাফিলিয়েটের সাথে যুক্ত করা হবে, যাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ৫০ লাখ। এর ফলে বিক্রেতারা সহজেই আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে পারবেন।

এ সময় দারাজ তাদের আসন্ন মেগা ক্যাম্পেইনগুলো- ৯.৯, ১০.১০ এবং বহুল প্রতীক্ষিত ১১.১১- সম্পর্কে বিস্তারিত জানায়। আশা করা হচ্ছে, এসব ক্যাম্পেইনে বিক্রেতারা তাদের বিক্রি দ্বিগুণ করার সুযোগ পাবেন। শক্তিশালী প্ল্যাটফর্ম পরিষেবা ও দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস) টুলসের সমন্বয়ে বিক্রেতাদের ব্যবসার পরিধি বাড়াতে সহায়তা করা হবে।

সেলার সামিটে প্ল্যাটফর্মের উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ব্র্যান্ড পার্টনারকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে ডেটল ‘সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পায়। লটো, হেয়ার এবং রিয়েলমি যথাক্রমে প্লাটিনাম, গোল্ড ও সিলভার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করে। ডিএমএস সুপারস্টার অ্যাওয়ার্ড পায় টেটন।

ওয়েলেসিয়াকে বর্ষসেরা নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত করা হয়। শপ্রোবিডি ‘বেস্ট চয়েস সেলার অ্যাওয়ার্ড’ পায় এবং ইউনিলিভার ‘বেস্ট চয়েস ব্র্যান্ড পার্টনার’ হিসেবে স্বীকৃতি লাভ করে। সবশেষে টিভি হাট অ্যান্ড ইলেকট্রনিক্স, নিউ উদয় ইলেকট্রনিক্স, রিস্ট ওয়াচ, ফার্নিচার প্লাস, লুক শপ বিডি, গ্যালাক্সি হেলথকেয়ার, মুড স্ট্রিংস ও বাটা ‘মার্কেটপ্লেস লিডার অ্যাওয়ার্ড’ অর্জন করে।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সমন্বয়ক মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘দারাজ শুধু একটি মার্কেটপ্লেস নয়, এটি বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করছে। বিক্রেতা, ব্র্যান্ড ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগগুলোকে (এসএমই) ক্ষমতায়নের মাধ্যমে দারাজ দেশের অনলাইন অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখছে।’

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন ই বলেন, ‘আলিবাবা ইকোসিস্টেমের ২০ বছরেরও বেশি ই-কমার্স অভিজ্ঞতার ভিত্তিতে দারাজ বাংলাদেশে গ্রাহক, ব্র্যান্ড ও বিক্রেতাদের অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নত করছে। প্রযুক্তি, লজিস্টিকস ও মার্কেটিং সলিউশনসে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আমরা আরও বড় প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্মেলনের সমাপনী বক্তব্যে দারাজ গ্রাহকের স্বার্থে বিক্রেতা ও ব্র্যান্ড অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ই-কমার্স খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই আয়োজন শুধু অতীতের অর্জনগুলোকে উদযাপন করেনি, বরং ভবিষ্যৎ সহযোগিতা ও সম্মিলিত সাফল্যের পথও প্রশস্ত করেছে।

Link copied!