মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:০৭ এএম

অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:০৭ এএম

গাড়িতে পেঁয়াজের বস্তা তুলছেন শ্রমিকরা। ছবি- সংগৃহীত

গাড়িতে পেঁয়াজের বস্তা তুলছেন শ্রমিকরা। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। গত ১৫ দিনের মধ্যে প্রতি কেজিতে পেঁয়াজের দাম ২০-২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ‘মৌসুম শেষের’ অজুহাতে মোকামগুলোতে সিন্ডিকেট করে পেঁয়াজ কমিয়ে সরবরাহ ও দাম বাড়ানো হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রিপোর্ট অনুযায়ী, ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম ১ আগস্টে ছিল ৬০-৬৫ টাকা, যা গত ১০ দিনে বেড়ে ৭৫-৮৫ টাকা হয়েছে।

খাতুনগঞ্জের আড়ৎদাররা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চল যেমন রাজবাড়ি, পাবনা, ফরিদপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে পেঁয়াজ সরবরাহ হলেও মোকামে দাম বাড়ানোর কারণে খুচরা বাজারেও দাম বৃদ্ধি পাচ্ছে।

মেসার্স জামেনা ট্রেডিংয়ের পরিচালক মো. আজগর হোসেন বলেন, ‘মৌসুম শেষের সময় হলেও মোকামে এখনো পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, সরবরাহ কমানোর সুযোগ নিয়ে দাম বাড়ানো হচ্ছে।’

মেসার্স বশর অ্যান্ড সন্সের ম্যানেজার তাহসিনুল করিম বলেন, ‘আমদানি অনুমতি দিলে দাম দ্রুত নামবে এবং ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম ৫০ টাকার মধ্যে চলে আসবে।’

সরকারি পরিসংখ্যান ও ব্যবসায়ীদের মতে, দেশীয় পেঁয়াজে এখন ভরসা বাড়ছে, ভারতনির্ভরতা অনেকটাই কমেছে। তবে বৃষ্টিপাত ও পরিবহন ঝামেলা মোকামে সরবরাহ কমিয়ে দিয়েছে, যার প্রভাব দাম বাড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

খাতুনগঞ্জের লামার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘মৌসুম শেষ হলেও মোকামে মজুত পেঁয়াজ আছে, যা দিয়ে আগামী মৌসুম পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে।’

Shera Lather
Link copied!