রংপুর জেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই ) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক জনাব নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব এ. বি. এম জাহিদ হোসেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের মনিটরিং কর্মকর্তা এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব কাজী ইমরুল কায়েস এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব জনাব মুহম্মদ আলী। কর্মশালায় রংপুর জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের পরিচালক নুরে আলম তালুকদার ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহাব্যবস্থাপক এ. বি. এম জাহিদ হোসেন কর্মশালায় অংশগ্রহণ করে ব্যাংক পরিচালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
পরিচালক নুরে আলম তালুকদার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রাণিত করেছেন বলে কর্মশালায় মতপ্রকাশ করা হয়। ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।