বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নিয়মিত নতুন নতুন বয়ান দিচ্ছে। তিনি মনে করেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী ক্রমাগত নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পথ। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ নেবে। অতীতে নির্বাচন নামক প্রহসনের কারণে দেশ পিছিয়েছে।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের সঠিক উত্তরণের জন্য সময়মতো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে।’
বিএনপির এই নেতা নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য জনগণকেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে।