দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
নতুন শাখাটি গুলশান-১ এর টাওয়ার অব আকাশ, ৫৪ গুলশান অ্যাভিনিউতে অবস্থিত। এই শাখা পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদানের পাশাপাশি গ্রাহকদের পুঁজিবাজারসংক্রান্ত যেকোনো সেবা প্রদান করতে সক্ষম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির সাবেক চেয়ারম্যান মানোয়ার হোসেন, বর্তমান চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ।
বক্তব্যে সাবেক চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ফাইন্যান্স সবসময় উদ্ভাবনী চিন্তাধারা ও টেকসই পরিকল্পনার মাধ্যমে আর্থিক খাতে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে। গুলশানে নতুন শাখার উদ্বোধন প্রতিষ্ঠানটির অগ্রগতির আরেকটি মাইলফলক। আমি গর্বিত, একসময় এই প্রতিষ্ঠানের বিকাশযাত্রায় যুক্ত থাকতে পেরে। ভবিষ্যতেও বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকসেবা ও প্রগতিশীল উদ্যোগ অব্যাহত থাকবে এ আশাই করি।
বর্তমান চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ বলেন, গুলশানের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নতুন শাখার সূচনা আমাদের গ্রাহককেন্দ্রিক সেবাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ দেশের আর্থিক খাতে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা গুলশানে নতুন শাখার উদ্বোধন বাংলাদেশ ফাইন্যান্সের টেকসই সম্প্রসারণ ও গ্রাহকসেবার উন্নয়নের একটি উল্লেখযোগ্য ধাপ। একই ঠিকানায় আর্থিক সেবা ও ব্রোকারেজ কার্যক্রম একত্র হওয়ায় গ্রাহকরা এখন আরও দ্রুত, সহজ ও কার্যকর সেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগ আমাদের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং দেশের আর্থিক খাতে আমাদের ভূমিকাকে আরও বিস্তৃত করবে।
বাংলাদেশ ফাইন্যান্সের গুলশান শাখায় থাকছে রিটেইল ডিপোজিট, এসএমই ও করপোরেট ফাইন্যান্সিং, পরামর্শমূলক সেবা এবং অন্যান্য আর্থিক সুবিধা। পাশাপাশি, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ থেকে পাওয়া যাবে শেয়ারবাজারে বিনিয়োগ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিনিয়োগসংক্রান্ত পরামর্শ ও সেবা। এই নতুন শাখা চালুর মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি দেশের আর্থিক খাতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করল, যা প্রতিষ্ঠানের উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক এবং সহজলভ্য সেবার প্রতিশ্রুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।