ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্টে কার্যনির্বাহী পরিষদের অনাস্থা জ্ঞাপন 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদের প্রতি অনাস্থা জানিয়েছে ২০২৫ কার্যনির্বাহী পরিষদ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি কমিউনিটি হলে আয়োজিত জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডি সভায় এই অনাস্থা প্রস্তাব পাস হয়।

সভায় উপস্থিত কার্যনির্বাহী পরিষদের ৪৯ জন সদস্যদের মাঝে ৩১ জন সদস্য ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।

জেসিআই সূত্রে জানা যায়, অনাস্থা জ্ঞাপনের পাশাপাশি নির্বাহী সদস্যরা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যথাযথ সাংগঠনিক ও আর্থিক নিরীক্ষা (ফাইন্যান্সিয়াল অডিট) সম্পন্ন করা হয় এবং জেসিআই বাংলাদেশের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হয়।

এ ছাড়াও তারা ২০২৫ সালের বাকি সময়ের জন্য সব ধরনের অনুষ্ঠান, কার্যক্রম এবং আর্থিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও পাস করেছেন।

প্রসঙ্গত, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বা জেসিআই একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত। বিশ্বের প্রায় ১২৭টি দেশে এর সদস্য রয়েছে এবং বেশিরভাগ দেশেই আঞ্চলিক বা জাতীয় সংস্থা রয়েছে।