জনতা ব্যাংক পিএলসি এর নতুন পরিচালক হিসেবে যোগ দিলেন ড. মো: শাহাদাৎ হোসেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব ছিলেন। ১৯৮৯ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের (৮ম ব্যাচের) একজন কর্মকর্তা হিসেবে কর্মে যোগদান করেন।
তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৩৪ বছর যাবৎ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- WHO, WB, USAID, ICDDR,B, Population Council, RTM সহ বহু খ্যাতনামা প্রতিষ্ঠানে ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, চীন, মঙ্গোলিয়া ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু আন্তর্জাতিক কর্মশালা ও সেমিনারে Keynote স্পিকার হিসেবে প্রভূত খ্যাতি অর্জন করেন।
ড. মো: শাহাদাৎ হোসেন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতির “Micro Credit-এর মাধ্যমে বাংলাদেশের দারিদ্য বিমোচন” বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে লন্ডনের City & Guilds হতে International Diploma in Teaching & Training (IDTT) ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হতে ২০০৪ সালে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনা (ডিএপি) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে HRM-এ MBA ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে ১৯৮৪ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডেফোডিল বিশ্ববিদ্যালয় ইত্যাদিসহ অনেক বিশ্ববিদ্যালয়ের সফল খণ্ডকালীন ৩২ বছর যাবৎ অধ্যাপক হিসেবে কাজ করে চলেছেন।
এছাড়াও, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্ট (আইসিএ), ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট (আইসিএমএ)-এ সুদীর্ঘকাল যাবৎ খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি দেশের প্রায় সকল খ্যাতনামা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ড. শাহাদাৎ দেশে ও বিদেশে অনেক আন্তর্জাতিক জার্নালে বহু প্রবন্ধের সুলেখক। এছাড়াও তিনি অনেক পুস্তকের প্রণেতা এবং জাতীয় দৈনিকে (বাংলা ও ইংরেজি) প্রবন্ধ লিখে থাকেন। সদালাপী ড. শাহাদাৎ হোসেন দেশের এবং বিদেশের বহু সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৬৩ সালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
       -20251031233315.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন