শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:১১ পিএম

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটি শপিং মল উদ্বোধন, আছে কেনাকাটাসব নানা সুবিধা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:১১ পিএম

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটি শপিং মল উদ্বোধন, আছে কেনাকাটাসব নানা সুবিধা

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বহদ্দারহাটে আন্তর্জাতিক মানের ফিনলে সাউথ সিটি শপিং মলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) ফিনলে প্রপার্টিজ লিমিটেড’র উদ্যোগে নির্মিত শপিং মলটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, ফিনলে প্রপার্টিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, প্রকল্পের ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুর রহমান ও মাহবুবুর রহমান, শপিং মলটির দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আইয়ুব খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাৎ হোসেন বলেন, ফিনলে সাউথ সিটি শপিং মল চট্টগ্রামে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এটি শুধু শপিংয়ের জন্য নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে ফিনলে সাউথ সিটি শপিং মলের উদ্বোধন ঘোষণা করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আতশবাজি উপভোগ করেন এবং শপিং মল ঘুরে দেখেন।

বন্দর নগরীর প্রাণকেন্দ্র অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং মল চট্টগ্রাম ও আশপাশের জেলার মানুষের জন্য আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে এসেছে। স্থানীয় জনগণ সহজেই পরিবার নিয়ে শপিং করতে পারবে, যা সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শপিং মলের বিশেষত্ব

চট্টগ্রামবাসীর কেনাকাটার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত  ফিনলে সাউথ সিটি শপিং মলে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড যেমন- লোটো, টাইম জোন, এপেক্স, বাটা, খাদিঘর, লি কুপার, ব্রোস্ট ক্যাফে, স্বদেশ পল্লীসহ বিখ্যাত ব্র্যান্ডের দোকান রয়েছে।

এছাড়া শপিং মলে রয়েছে সুবিশাল ড্রপ-অফ পয়েন্ট, আলাদা প্রবেশ ও প্রস্থান পথ, নান্দনিক অ্যাট্রিয়াম, ক্যাশলেস শপিং ব্যবস্থা, এবং ইন্সট্যান্ট ব্যাংকিং-এর জন্য এটিএম বুথ। রয়েছে আধুনিক ক্যাপসুল লিফট, সার্ভিস লিফট, এস্কেলেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিশাল পার্কিং স্পেস।

বিনোদন ও খাদ্যসেবা:

বিশ্বখ্যাত ফুড চেইনসহ দেশি খাবারের জন্য রয়েছে একটি বিশেষ ফুড কোর্ট। শিশুদের জন্য রয়েছে প্লে জোন। এছাড়া বিনোদনের জন্য ম্যাজিক্যাল থিম পার্ক।

ধর্মীয়  সুবিধা:

পুরুষ ও মহিলাদের নামাজের জন্য মলটিতে আলাদা স্থান রাখা হয়েছে। প্রতিটি ফ্লোরে টয়লেট ও ওজু করার স্থান।

সার্ভিসিং পয়েন্ট ও অন্যান্য:

শপিং মলটিতে রয়েছে বিভিন্ন পণ্যের সার্ভিসিং সেন্টপার। এর মধ্যে ল্যাপটপ, মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রনিক পণ্যের সার্ভিসিং। এছাড়া, সেন্টার, গিফট কার্ড শপ, জুয়েলারি, কসমেটিকস, হ্যান্ডিক্রাফটসসহ আরও অনেক সুবিধা রাখা হয়েছে।

 

আরবি/ এইচএম

Link copied!