ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

উত্তরা দক্ষিণখানে দুই অপহরণকারি গ্রেপ্তার

উত্তরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১০:১৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

উত্তরা দক্ষিণখান এলাকায় ৬ নম্বর সেক্টরে জয়নাল মার্কেটের সামনে একটি মাইক্রো নিয়ে অপহরণের সময় মোয়াজ্জেম হোসেন ও মো. মনজুর রহমানকে উত্তরা আর্মি ক্যাম্প এর সদস্য কর্তৃক গ্রেফতার কর হয়।

এই বিষয়ে জানতে চাইলে উত্তরা আর্মি ক্যাম্প থেকে জানানো হয়, মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে মো. বশির হাওলাদারকে জয়নাল মার্কেটের সামনে আসতে বলেন এবং সে মার্কেটে সামনে আসলে পাঁচ দুর্বৃত্তের একটি দল বশির হাওলাকে অপহরণের চেষ্টা করলে সে বিষয়টি উত্তরা আর্মি ক্যাম্পেকে জানায়। ২৬ অক্টোবর মোয়াজ্জেম হোসেন ও মোঃ মনজুর রহমানকে উত্তরা ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল কর্তৃক আটক করে এবং বাকি তিন জন পালিয়ে যায়।

উল্লেখ্য, দুর্বৃত্তরা নিজেদেরকে ডিবি সদস্য বলে স্থানীয় জনগনের কাছে পরিচয় প্রদান করে।

পরে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে অফিসার ইনচার্জ উত্তরা পূর্ব থানা বলেন, অভিযোগকারী এখনো তার অভিযোগ পত্র জমা করেননি, অভিযোগ পত্র হাতে পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।