ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর বাড্ডায় এক আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাড্ডার একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল তিনটা আট মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পাঁচতলায় আগুনের সূত্রপাত ঘটে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :