চলতি বছরে শীত পোশাকের রমরমা ব্যবসা হচ্ছে বাণিজ্যমেলায়। স্টলগুলোতে ব্লেজার, কোটি, শাল, সোয়েটারসহ বিভিন্ন ধরনের শীতের পোশাক দেখা গিয়েছে। ফলে এসব স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আগ্রহ দেখে বিক্রয়কর্মীরা তুলে ধরছেন নানা ধরনের অফার। শীতের প্রকোপ বাড়লে ব্যবসা আরও জমে উঠবে-এমন ধারণা বিক্রয়কর্মীদের।
দর্শনার্থীদের জমজমাট সমাগমে জমে উঠেছে এবারের বাণিজ্যমেলা।অনেকে মেলায় ঘুরেফিরে ভিড় করছেন শীতের পোশাকের স্টল গুলোতে।
সরেজমিনে দেখা গেছে, এবারের বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের কথা বিচেনায় রেখে বাহারি স্যুট, কোটি ও ব্লেজার এনেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ১৮০০ থেকে শুরু করে ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও সাইজের এসব পোশাক। শাল ও চাদরের দোকান গুলোতে ও ভিড় করছেন ক্রেতারা। এসব দোকানে ৩ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত শাল ও চাদর পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্রেতা আকর্ষণের জন্য স্টলগুলো দিচ্ছে বিশেষ অফার।

 
                            -20250113070302.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন