বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১০:৫২ এএম

লেবুর দাম আকাশচুম্বী, শসা-বেগুনেও চড়া বাজার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১০:৫২ এএম

লেবুর দাম আকাশচুম্বী, শসা-বেগুনেও চড়া বাজার

ছবিঃ সংগৃহীত

ইফতার আয়োজনে লেবুর গুরুত্ব অপরিসীম, কিন্তু রোজার আগে থেকেই এর দাম বাড়তে শুরু করেছে। বাজারে লেবুর দাম কয়েকগুণ বেড়ে গেছে, ছোট আকারের লেবুর জন্যও গুনতে হচ্ছে চড়া মূল্য। শুধু লেবুই নয়, শসা ও বেগুনের দামও বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি হালি লেবুর দাম ৮০ থেকে ১০০ টাকা, কিছু জায়গায় ১২০ টাকাও হাঁকা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন, যা তাদের জন্য ভীষণ কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এক ক্রেতা মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটা লেবুর দাম ২৫ টাকা হওয়া অবিশ্বাস্য! ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে, ভোক্তাদের পকেট কাটছে।"

অন্যদিকে, খুচরা বিক্রেতারা দাবি করছেন, বাজারে লেবুর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। কারওয়ান বাজারের লেবু ব্যবসায়ী জাকের জানান, পাইকারিতে লেবুর দাম ১০-১৫ টাকা প্রতি পিস, তাই খুচরায় তা ২০-২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। আরেক ব্যবসায়ী স্বাধীন মিয়া বলেন, "দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কিনছেন। অনেকে হালির দাম ৩০-৪০ টাকা বললেও আমরা সেই দামে কিনতেই পারছি না।"

পাইকারি বাজারেও লেবুর দর বেশ চড়া। কারওয়ান বাজারের আড়তে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩৬-৪০ টাকায়, আর ১০০ পিস লেবুর দাম পড়ছে ৯০০-১১০০ টাকা। ব্যবসায়ী হাসিব জানান, বৃষ্টির অভাবে লেবুর উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে, এতে দাম বেড়েছে। পাশাপাশি রমজানের অতিরিক্ত চাহিদাও একটি কারণ।

শুধু লেবুই নয়, ইফতারির আরও কিছু পণ্যের দামও ঊর্ধ্বমুখী। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়, আর বেগুনের দাম কেজিতে ৮০-১২০ টাকা পর্যন্ত উঠেছে, কিছু জায়গায় তা ১৪০-১৬০ টাকাও ছুঁয়েছে। বাজারের এই অস্থিরতা ক্রেতাদের দুশ্চিন্তায় ফেলেছে।

আরবি/শিতি

Link copied!