পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে টলিউডে চলছে তুমুল আলোচনা।
‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং পরবর্তীতে ‘মৃগয়া’ ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল সময় কাটানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে প্রেমের গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে এসব বিষয়ে একপ্রকার হেসেই উড়িয়ে দিয়েছেন সুস্মিতা। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু, একান্ত কাছের। কেউ যদি তাতে অন্য মানে খুঁজে নেয়, সেটা সম্পূর্ণ তার বিষয়। আমি যদি সত্যিই কারও সঙ্গে সম্পর্কে থাকতাম, সেটা গোপন রাখতাম। ঢাকঢোল পিটিয়ে জানানো আমার স্বভাব নয়।’
সুস্মিতা আরও বলেন, ‘একজনের সঙ্গে আমার প্রায় তিন বছরের সম্পর্ক ছিল, সে ইন্ডাস্ট্রির কেউ নয়। কিন্তু কেউ কি জানত? আমি কি সেই সম্পর্ক নিয়ে ছবি দিয়েছি? কিছু বলেছি? কারণ, সেটা ছিল একান্ত ব্যক্তিগত—প্রকাশ করার কিছু নয়। আর বন্ধুত্ব তো লুকিয়ে রাখার কিছু নয়।’
জানা যায়, পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং চলাকালে সৃজিত ও সুস্মিতার দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর একটি ছবি থেকেই এই জল্পনার শুরু। এরপর একের পর এক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে, যা নিয়ে টলিপাড়ায় শুরু হয় কানাঘুষা।
তবে ব্যক্তিগত জীবন নয়, ক্যারিয়ারেই বেশি মনোযোগী সুস্মিতা। তিনি বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। চাকরির সুযোগ ছিল, কিন্তু ভালোবাসা থেকে অভিনয়ে এসেছি। অনেক সংগ্রাম করছি। কে কী বলল, সেটা ভেবে চললে চলবে না। এখন আমি শরমন জোশীর সঙ্গে একটি সিনেমায় কাজ করছি, কিন্তু সেটার খবর কেউ নিচ্ছে না। সবাই শুধু গসিপ খোঁজে।’
উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের নাম এর আগেও স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী মিথিলার সঙ্গে সম্পর্কেও টানাপোড়েনের খবর বহুবার এসেছে আলোচনায়।
তবে সুস্মিতার বক্তব্য অনুযায়ী, আপাতত এই সম্পর্কের গুঞ্জন বন্ধুত্বের সীমাতেই রয়ে যাচ্ছে—প্রেম নয়।
আপনার মতামত লিখুন :