শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:২৯ পিএম

রোনালদো জাদুতে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:২৯ পিএম

রোনালদো জাদুতে আল নাসরের জয়

বয়স যে কোনো বড় ফ্যাক্টর নয়, সেটি বারবার প্রমাণ করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও টসবগে যুবকের মতোই পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি ফুটবলার। দিনে দিনে ভালো করার খিদে তার যেন বাড়ছেই! নতুন মৌসুম শুরুর আগেই তার জাদুকরি ফুটবল দেখছে বিশ^। গত বুধবার দিবাগত রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় প্রতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল আল নাসর। নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রাকমৌসুম সফরের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে মাঠে নেমেছিল সৌদি প্রো লিগের দলটি। ম্যাটিচ ২-১ গোলে জিতেছে আল নাসর। তাদের পক্ষে যথারীতি গোল করেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর ভক্তরা লিখছেন, সামনে নতুন মৌসুমÑ অথচ সেই একই পুরোনো রোনালদো! খেলার ৩৩ মিনিটে জ¦লে ওঠেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর গোল তার সোনালি অতীত মনে করিয়ে দিতে পারে। গোল পেতে পারতেন আরও একটি। দ্বিতীয়ার্ধে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে পা ছোঁয়ালেই গোলÑ এমন সুযোগ রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্সও নষ্ট করেন। দুজনেই বলের দখল নিতে গিয়ে শেষ পর্যন্ত কেউ-ই আর পারেননি। বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর। তবে এই অর্ধেও ভালো খেলেন রোনালদো। তার দূরপাল্লার শট তুলুজের পোস্টকে চোখ রাঙিয়ে গেছে একাধিকবার। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর পোস্ট, ‘(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’ গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। নতুন চুক্তিতে আল নাসরে ২০২৬-২৭ পর্যন্ত থাকবেন তিনি। ক্লাবটির হয়ে এখনো বড় কোনো শিরোপা জিততে না পারার খেদটা রোনালদো যে আগামী মৌসুমে কাটাতে বদ্ধপরিকর, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট থেকেই বোঝা যায়। প্রাকমৌসুম সফরে রোনালদোদের পরবর্তী ম্যাচ স্পেনে। আগামী রবিবার লা লিগার দল আলমেরিয়ার মুখোমুখি হবে আল নাসর। এরপর আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে আল নাসর।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!